
আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি, পিটিবিনিউজ.কম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ওই উপজেলার বাউরা ইউনিয়নের মেছেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খোরশেদ আলম ও আরিফ হোসেন। তাদের বাড়ি সদর উপজেলার গোশালা বাজার এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহা সড়কে বুড়িমারী স্থলবন্দর গামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন লালমনিরহাটগামী দুই মোটরসাইকেল আরোহ খোরশেদ আলম ও আরিফ হোসেন। পরে পাটগ্রাম থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।