
রাজবাড়ী সংবাদদাতা, পিটিবিনিউজ.কম
রাজবাড়ীর পাংশা উপজেলায় মাইক্রোবাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের নাম রিপন।রিপন টাঙ্গাইল জেলার বাসিন্দা। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
শওকত আলী জোরদার বলেন, পাংশায় মাইক্রোবাস উল্টে যাওয়ার খবরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। উদ্ধার কাজ চলছে। নিহতদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
Be the first to comment